আপডেটঃ
ডিপ্লোমা পর্যায় শিক্ষাক্রমে ২০২৫ ভর্তি। সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার চেয়ে এগিয়ে থাকতে যে ৯টি এআই দক্ষতা আপনার এখনই অর্জন করা উচিত। ( প্রথমআলো, ০৩/০৭/২০২৫) বাংলাদেশিদের ভিসা কমিয়ে ভারতে বিদেশি রোগী অর্ধেকে নেমেছে (দৈনিক ইত্তেফাক, ০৫ জানুয়ারী ২০২৫) নরসিংদীতে মশক নিধনসহ হাড়িধোয়া নদীর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু (The Narsingdi Times, 02 January 2025); Bangladesh court again rejects bail for Hindu leader charged with sedition (Aljazeera, 02 January 2025); পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ১৬ ( প্রথম আলো, ০৫ জানুয়ারী ২০২৫); নতুন পাঠ্যবই: গল্প, কবিতা ও ছবিতে জুলাই গণ–অভ্যুত্থান (প্রথম আলো, ০৫ জানুয়ারী ২০২৪) সরকারি চাকরিতে হিন্দু প্রার্থীদের নিষিদ্ধের দাবি সঠিক নয় (কালের কন্ঠ,০২ জানুয়ারি, ২০২৫); ভ্যাট বাড়লেও নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা (কালবেলা, ০২ জানায়ারী ২০২৪ ইং); এ মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে, প্রথম আলো(০২ জানুয়ারি ২০২৪); নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪; নিজেই বানাই নিজের ওয়েবসাইট

আমাদের সম্পর্কে

অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়রিং এন্ড টেকনোলজিতে স্বাগতম

প্রতিটি দেশ এর সার্বিক অর্থনৈতিক অগ্রগতি, জীবন যাত্রার মান উন্নয়ন নির্ভর করে, সে দেশটির দক্ষ জনশক্তির উপর। প্রতিটি উন্নত জাতি ও দেশ তাদের উন্নয়নের  মূলমন্ত্র খুজলে পাওয়া যায় সু শিক্ষা, প্রযুক্তিগত জ্ঞানের সঠিক ও সর্বোচ্চ ব্যাবহার। উন্নয়নশীল দেশগুলোকে তাদের মানের দ্রুত উন্নয়ন সম্ভব একমাত্র এই দক্ষ জনশক্তি ও প্রযুক্তি স্বদব্যাবহার এর মাধ্যমে। সেই চিন্তায় এক ঝাক তরুন শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গের ঐক্লান্তিক পরিশ্রমে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদন ক্রমে ২০১১ ইং সালে নরসিংদীতে প্রতিষ্ঠিত হয়, “অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়রিং এন্ড টেকনোলজিতে স্বাগত ”। প্রতিষ্ঠার প্রথমথেকেই প্রতিষ্ঠানটিকে একটি সম্পুর্ণ সেবামূলক কার্যক্রমে পরিচালিত করে।

প্রতিষ্ঠানটি প্রথমত ০৩ (তিনটি – সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার) টেকনোলজি নিয়ে ছাত্রদের কার্য ক্রম শুরু করলেও বর্তমানে মোট ০৬ ( অটোমোবাইল, ইয়ার্ন, ফেব্রিক্স, সিভিল, ইলেকট্রিক্যাল ও কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি)  তে কার্যক্রম পরিচালিত করছে।

কমিটি

কমিটি
    • কমিটি মুল
    • উপদেষ্টা পরিষদ
    • আজীবন দাতা সদস্য
    • সাধারণ দাতা সদস্য

কর্মকর্তা ও কর্মচারি

কর্মকর্তা ও কর্মচারি
  • শিক্ষক তালিকা
  • প্রাক্তন শিক্ষকবৃন্দ তালিকা
  • প্রাক্তন প্রধান শিক্ষক তালিকা
  • কর্মচারী তালিকা